Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আগামী ২৭/০৯/২০১২ তারিখে টি আর এর সভার
Details

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

(ত্রাণ শাখা )

শ্রীপুর, মাগুরা।

 

সভার নোটিশ

 

আগামী ২৭/০৯/২০১২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পিত বার বিকাল ৩.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষনাবক্ষন (টি,আর) কমিটির সভা অনুষ্ঠিত হবে। শ্রীপুর উপজেলার অনুকূলে ১ম পর্যায়ে (টি,আর সাধারন) ১১১.০০০ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দ প্রাপ্ত চালের বিপরীতে প্রকল্প গ্রহন, বন্টন, অগ্রগতি ও বাস্তবায়নের লক্ষ্যে সভায় আলোচনা করা হবে।  সভায় সভাপতিত্ব করবেন জনাব মিয়া মাহমুদুল গনি, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীপুর মাগুরা।

উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য  সম্মানিত সদস্য বৃন্দকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হলো।

 

           

                                                                                                           

 

                       স্বাক্ষরীত/-

( মো: মিরাজ হোসেন খান  )

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ: দা:)

শ্রীপুর, মাগুরা।

সদস্য সচিব

উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষনা বেক্ষন কমিটি,

 শ্রীপুর, মাগুরা।

Attachments
Publish Date
25/09/2012