* এখনো ব্যপক আকারে অনুরূপ সেবা ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, মাগুরার একটি ই-মেইল আইডি unosreepurmagura@mopa.gov.bd রয়েছে । যে কেও চাইলে সেটির মাধ্যমে এ্যপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারে । নিয়মিত মেইল পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে । এছাড়া উপজেলা প্রশাসন, শ্রীপুর, মাগুরা ফেসবুক আইডি uno sreepur magura এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে যোগাযোগ করা যেতে পারে । ব্যপক আকারে অনলাইন এ্যপয়েন্টমেন্ট সেবা ব্যবস্থা চালুর জন্য কার্যক্রম চলছে । অচিরেই তা চালু করা সম্ভব হবে বলে আশা করা যায়।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়: