Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

সভার নোটিশসমূহ

 

উপজেলা পরিষদ

শ্রীপুর, মাগুরা।

স্মারক নং-৪৬.৪৪.৫৫৯৫.০০.০০.০২.১৬.১৯.                                                                       তারিখ : ০৫.০৯.২০১৯ খ্রি:

 

 

“সভার নোটিশ”

 

 

আগামী ১২.০৯.২০১৯ খ্রি: তারিখ বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের সেপ্টেম্বর/২০১৯ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

 

উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকাসহ আপনার দপ্তরের কোন আলোচ্য বিষয় থাকলে তা কার্যপত্র আকারে আগামী ১২.০৯.২০১৯ তারিখের পূর্বেই এ কার্যালয়ে প্রেরণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

 

আলোচ্য সূচী :

১) পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২) পূর্বের সভার গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা।

৩) কমিটির সুপারিশ পর্যালোচনা।

৪) নতুন সার্কুলার/প্রজ্ঞাপন/নির্দেশনা/আইন সম্পর্কিত আলোচনা।

৫) মাননীয় উপদেষ্টা মহোদয়ের উপদেশ উপস্থাপন।

৬) আয়-ব্যয়ের হিসাব।

৭) বিবিধ

স্বা:/

(মোঃ ইয়াছিন কবীর)

উপজেলা নির্বাহী অফিসার

শ্রীপুর, মাগুরা।

 

স্মারক নং-৪৬.৪৪.৫৫৯৫.০০.০০.০২.১৬.১৯.                                                                       তারিখ : ০৫.০৯.২০১৯ খ্রি:

 

অনুলিপি সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে :

 

১।   মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ ও উপদেষ্টা, উপজেলা পরিষদ, শ্রীপুর, মাগুরা।  

২।   সচিব, স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩।   বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনা।

৪।   জেলা প্রশাসক, মাগুরা।

৫।   চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীপুর, মাগুরা।

 

         অনুলিপি কার্যার্থে প্রেরণ করা হলো :

 

৬-৭।   জনাব ...........................................ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্রীপুর, মাগুরা।

৮।      উপজেলা..................................................(সকল) কর্মকর্তা, শ্রীপুর, মাগুরা।

৯।      চেয়ারম্যান,...................................(সকল) ইউনিয়ন পরিষদ, শ্রীপুর, মাগুরা।

১০।    জনাব..........................................................................................

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

শ্রীপুর, মাগুরা।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)